অনেক জল্পনা কল্পনার পর বিশ্বকাপের জন্য ফালতু একটা দল গঠন করলো BCB বোর্ড। 😤
বরাবরের মতোই অবহেলিত রয়ে গেলেন ইমরুল কায়েস, কপাল পোড়লো স্পীডস্টার তাসকিন আহমেদেরও। 😥
চমক হিসেবে রয়েছেন অনভিজ্ঞ মোসদ্দেক হোসেইন ও পেসার আবু জায়েদ রাহি। 🤔
তামিম ছাড়া ফর্মে নেই আর কোন ওপেনার, অথচ ফর্মের তুঙ্গে থাকা ইমরুল কায়েস সুযোগ পায় না স্কোয়াডে 😭 (যদিও তার BPL ভালো যায়নি,তাতে কী? BPL হলো T20)
কিন্তু তাছাড়া ইমরুলভাইকে নিয়ে সবচেয়ে বড় অজুহাত হলো তিনি নাকি বাউন্সি কন্ডিশনে ভালো খেলেন না ( নিউজিল্যান্ডের সাথে খেলা ম্যাচে তো সবাই খারাপ করেছিলো? তাই আমার বলতে ইচ্ছে করে, ''ভাবাগো ভাভা কী অদভুদ")
ইমরুল কায়েস কী মোসাদ্দেক,সৌম্য,লিটন থেকে কোন অংশে কম ছিল? 😡
তাহলে এত বড় অবিচার কেন?
কোন ভক্তই যে তা মেনে নিতে পারছে না!😭
, আমার মনে হয় শেষ পর্যন্ত ঠিকি বিশ্বকাপের দলে নিবে ইমরুল কায়েসকে, সেটা অবশ্য এই অপমানের পর।
এদিকে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্ছ উইকেটশিকারি বোলার তাসকিন আহমেদ তাজিমকে চোখে পড়েনি নির্বাচকদের।
বিশ্বকাপের মতো ক্রিকেটের সবচেয়ে বড় আসরে অনভিজ্ঞ ও আনখোরা পেসার নিয়ে স্কোয়াড বানায় তারা।
আমার মতে এটা একদম বাজে একটা দলগঠন হয়েছে।
দেখে নিন ১৫ সদস্যের দলঃ-
মাশরাফি মর্তুজা(©)
সাকিব আল হাসান
মুশফিকুর রহীম
তামিম ইকবাল
মাহামুদুল্লাহ রিয়াদ
রুবেল হোসেইন
মুস্তাফিজুর রহমান
সাব্বির রহমান
মেহেদি হাসান মিরাজ
মোহাম্মদ মিঠুন
মোহাম্মদ সাইফুদ্দীন
আবু জায়েদ
সৌম্য সরকার
লিটন দাস
ও
মোসাদ্দেক হোসেইন।
আমরা আম পাব্লিক, আমরা আর কী করতে পারি? 😥 । তবে দোয়া এই দল ও ভালো করুক।
কারণ, "আমরা হারলেও বাংলাদেশ(🇧🇩) , জিতলেও বাংলাদেশ" ♥
Photo Credit: GTV, Channel 9 ,Massranga Television