.Tuesday, April 23, 2019
একদিনের ম্যাচে ১ম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি সৌম্য সরকারের 😱
Photo credit: Somoy Tv

ডাবল সেঞ্চুরি
-
লীগের শুরুতে ব্যাটিংয়ে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা সৌম্য সরকারকে। তাইতো সবাই তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছিলেন। এবং কয়েকদিন আগে সমালোচকদের জবাব দিয়েছিলেন এক কনফারেন্সে।
এরপরের ম্যাচেই মাঠে নেমে চলতি লীগে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান সৌম্য। এরপর আজ আবারো জ্বলে উঠলো সৌম্যর ব্যাট।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে অলিখিত ফাইনালে নামেন আবাহনী। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৩১৭ রান করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
-
৩১৮ রানের জয়েয় লক্ষ্যে অমিকে সাথে নিয়ে ক্রিজে আসেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার।
আজও শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ব্যাটিং করেছেন সৌম্য সরকার। ধানমন্ডির বোলারদের বাউন্ডারি আর ওভার বাউন্ডারি ছাড়া করে নিজের স্বভাবসুলভ ইনিংস উপহার দেন সৌম্য সরকার। ম্যাচে এখন পর্যন্ত অমিকে সাথে নিয়ে রেকর্ড ৩১১* রানের জুটি গড়ে অপরাজিত রয়েছেন দুইজন।
ম্যাচে ১৪৯ বলে ১৪ টি বাউন্ডারি এবং ১৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৪. ২৩ স্টাইকরেটে ২০০ রানে অপরাজিত রয়েছেন তিনি।
এর আগে ৫২ বলে ৫০ রান।
৭৯ বলে ১০০রান।
১০৪ বলে ১৫০ রান
এবং ১৪৯ বলে লিস্ট এ ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করলেন সৌম্য।
চলতি লীগে প্রথম ডাবল সেঞ্চুরির জন্য সৌম্য সরকারকে জানাই ক্রিকেটখোরের পক্ষ থেকে অভিনন্দন।
Comments Section