.Friday, May 10, 2019
দেখে নিন, বাংলাদেশের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন।
বন্ধু বলার কারণ আমিও আপনাদের মতো এসএসসি পরীক্ষা দিয়েছি এবার।তো আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো।আর তা হলোঃ
কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে। 

বিষয়টা গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি না-ই জানেন যে কোন কলেজে ভর্তি হতে সর্বনিম্ন কত পয়েন্ট লাগে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন না।আর আপনি আপনার ইচ্ছামত কলেজও বাছাই করতে পারবেন না!
এই বিষয়ে অজ্ঞতার কারণে।

 তো আমরা সবাই জানি ১২ মে থেকে আমাদের ভর্তি শুরু হবে। ২৪ জুন পর্যন্ত চলতে থাকবে।
তিনটা ধাপে আবেদন করা যাবে।
১ম, ২য় ও ৩য় ধাপে  একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।
১ম পর্যায়ে আবেদন ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে
২য় পর্যায়ে আবেদন ১৯ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে
৩য় পর্যায়ে আবেদন শুধু মাত্র ২৪ জুনে করা যাবে।

নিচে সব বোর্ডের কলেজ List এর Pdf ফাইল এর ডাউনলোড লিংক দেয়া হলো


এসব ফাইলে সব তথ্য সুন্দরভাবে দেওয়া আছে।আপনারা আপনাদের নিজস্ব বোর্ডেরটা একটু জুম করে দেখে নিবেন।
সতর্কতা! আপনার থানার দিকে লক্ষ রাখবেন।না হয় বিশাল সাগরে হারিয়ে যাবেন।😂
আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিলামঃ
দেখেন আমি কুমিল্লা থেকে আর আমার থানা কুমিল্লা সদর,এখানে ভিক্টোরিয়ার মতো পপুলার কলেজ আছে।তো আপনারাও আপনাদের থানা অনুযায়ী দেখবেন। অকা?🙃

  তো আপনারা যদি আমার মতো দেখতে চান তাহলে কী করতে হবে?

তা আমি এখন বলছি...
নিচে আমি কিছু পিডিএফ দিসি
উদাহরণস্বরূপঃ 118.67.215.246/svg/SVG_JESSORE.pdf
আপনারা শুধু আপনার বোর্ড অনুযায়ী এরকম অংশটা কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করবেন।
"118.67.215.246/svg/SVG_JESSORE.pdf"
" এই কমাগুলোর মধ্যে যে অংশ দিসি ঐটাই। দেইখেন চালাকি করে এগুলোর আগে www. লাগাইয়েন না।তাহলে কাজ করবে নাহ্!
যেরকম আছে সেরকমই কপি-পেস্ট করবেন।

আর যদি তারপরও আপনি ব্যর্থ হন তাহলে আমি আছি না?
ফেসবুকে যোগাযোগ করুনঃ Kazi Mahbubur Rahman    

আরেকটা কথা আপনাদের পিডিএফ রিডার থাকলে ঐটা দিয়ে ওপেন কইরেন, না থাকলে সমস্যা নাই।

                                                                                   1)Barishal বোর্ড >—> 
118.67.215.246/svg/SVG_BARISAL.pdf

2) Chattogram Board   >—> 
118.67.215.246/svg/SVG_CHITTAGONG.pdf

3)Cumilla Board >—> 
118.67.215.246/svg/SVG_COMILLA.pdf

4)Dhaka Board >—> 
118.67.215.246/svg/SVG_DHAKA.pdf

5)Dinajpur Board >—> 
118.67.215.246/svg/SVG_DINAJPUR.pdf

6)Jessore Board >—> 
118.67.215.246/svg/SVG_JESSORE.pdf

7)Rajshahi Board >—> 118.67.215.246/svg_SVG_RAJSHAHI.pdf

8)Sylhet Board >—> 118.67.215.246/svg/SVG_SYLHET.pdf

9)Mydrashah Board >—> 
118.67.215.246/svg/SVG_MADRASAH.pdf

10)Mymensingh Board >—> 
118.67.215.246/svg/SVG_MYMENSINGH.pdf
বিঃদ্রঃ লিংক গুলার সাথে https:// ও www. দিবেন না। (দিলে লিংক কাজ করবে না) 
লিংক যে রকম আছে সেইম ভাবে লিংক কপি করে Browse করলে Pdf ফাইল ডাউনলোড হবে।
আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাকেও সাহায্য করবেন 😊।  


Comments Section