.Monday, May 13, 2019
বিপিএলে কুমিল্লাকে ছেড়ে নতুন ঠিকানায় তামিম ইকবাল!


বিপিএলে নিজের ঠিকানা বদলে ফেলেছেন তামিম  ইকবাল! আর কুমিল্লায় থাকছেন না তামিম ইকবাল।

কুমিল্লাকে ছেড়ে অবশেষে খুলনাতে তামিম ইকবাল!
কুমিল্লা ছেড়ে খুলনাতে খেলবে তামিম ইকবাল খান!

 ৬১ বলে ১৪১ রানের অসাধারণ এক ইনিংস খেলে একাই শিরোপা এনে দিয়েছিল কুমিল্লাকে।

এই বছর ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের পরবর্তী আসর। সেখানে তামিম রিপ্রেজেন্ট করবে খুলনাকে।


বেশ কিছু অনাকাঙ্ক্ষিত কারণে কুমিল্লার ম্যানেজমেন্টের উপর খুশি ছিলেন না তামিম। তবুও পেশাদারিত্বের খাতিরে পারফর্ম করে গেছেন তামিম ইকবাল। খুব আগে থেকেই অনেক পরিকল্পনা করতেন তামিম কুমিল্লা দলকে নিয়ে কোচ সালাউদ্দদিনের সঙ্গে। স্টিভ স্মিথকে আনার ব্যাপারেও তামিমের ভূমিকা ছিল সবচেয়ে বেশী। স্টিভ স্মিথের এজেন্টের কাছ থেকে তামিম জানতে পারে স্মিথ অধিনায়ক হচ্ছে দলের। এটা তামিমের জন্য বড় ধাক্কা ছিল। তবুও মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন তামিম।

হয়ত অভিমান নিয়েই কুমিল্লা দল ছাড়লেন তামিম ইকবাল। এতে ক্ষতিটা কুমিল্লারই বেশী হল বৈকি! খুলনা অবশ্যই স্বাগত জানাবে তামিম ইকবালকে!
Comments Section