.Tuesday, May 7, 2019
তারাবির নামাজের একটি কমন ভুল। যা অধিকাংশ মানুষ করে থাকে।

আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন।

আজকের বিষয়ঃ তারাবির নামাজে করা একটি সাধারণ ভুল যা অধিকাংশ মুসলমান ভাই করে থাকেন।

দুইজন মুসলমান ভাইয়ের কথোপকথনঃ

রাকিবঃ আসসালামু আলাইকুম ভাই।  😀

সাকিবঃ ওয়া আলাইকুম'স সালাম 😄

রাকিবঃ ভাই, আপনি যে বলেছিলেন তারাবির নামাজে আমাদের একটা সাধারণ ভুল রয়েছে। 🤔
   তো ভাইজান তারাবির নামাজের কোথায় এই ভুলটি করা হয় ? 😱 

সাকিবঃ যদিও অবাক হওয়ার মতো কথা তারপরও বলছি তারাবির নামাজের নিয়তে এই ভুলটি হয়ে থাকে। হ্যা নিয়তে! 😑

রাকিবঃ কিন্তু তারাবির নামাজের নিয়ত তো অন্য নামাজের নিয়তগুলোর মতোই একদম সহজ। 🙄

সাকিবঃ হ্যা,  তা ঠিক কিন্তু এই সহজ নিয়তেই অনেকে খুব সাধারণ একটা ভুল করে থাকে। ☹

রাকিবঃ তো ভুলটা কী ভাই? 😔

সাকিবঃ ভুলটা বলার আগে আপনি একবার তারাবির নামাজের নিয়তটা বলুন। 🤨

রাকিবঃ নাওয়াইতুয়ান উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাতাই ছালাতিল তারাবিহ ছুন্নাতু রাছুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার । 😐

সাকিবঃ এইতো আপনার নিয়তেও ভুল রয়েছে। 😣

রাকিবঃ কী ভাই! প্লিজ ধরিয়ে দিন! 😓

সাকিবঃ আপনি সালাতিত্ এর জায়গায় সালাতিল বলেছেন।
অন্য নামাজের নিয়তের থেকে এই নামাজের নিয়তে এখানেই ছোট্ট পার্থক্য। যদিও বিষয়টা ছোট্ট, কিন্তু অধিকাংশ মানুষই   এই বিষয়টা খেয়াল করে না, যার ফলে এই ভুল করে বসে। 😕

রাকিবঃ অহ্, আমার তো নিয়তেই ভুল! অনেক অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। 😇

সাকিবঃ আচ্ছা আপনি নিয়তটা শুদ্ধভাবে বলে নিন। 😊

রাকিবঃ নাওয়াইতুয়ান উছাল্লিয়া লিল্লাহি তায়া’লা রাকাতাই ছালাতিত্ তারাবিহ ছুন্নাতু রাছুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার। ☺

সাকিবঃ এইবার ঠিক বলেছেন। 👍   

রাকিবঃ ধন্যবাদ ❤। 
Comments Section