.Wednesday, July 17, 2019
মাছের কাটা আটকালে কী করবেন? গলা থেকে মাছের কাঁটা নামানোর সহজ উপায়


খেতে বসে যারা অনেক কথা বলেন, আবার যারা খুব তাড়াহুড়ো করে খান। এর ফলে হয় কী, অসাবধানে মাছের কাঁটা গলায় আটকে যায়। আর তারপরই শুরু হয় কাটার যত যন্ত্রণা। তাই এই যন্ত্রণা দূর করতে খুব সহজে মাছের কাঁটা নামানোর উপায় গুলো আজ আমি আপনাদেরকে দেখাবো।

গলা থেকে মাছের কাঁটা নামানোর সহজ উপায়গুলোঃ

কোক : কোক, 7up, Pepsi এই জাতীয় কিছু আপনার বাড়িতে থাকলে খান । এটা আপনার গলার কাটা নরম করতে সাহায্য করবে।কই মাছের কাটা খুব শক্ত হয়ে থাকে এটার মাধ্যমে কিছুটা নরম হবে।

 অলিভ অয়েল বা সরিষার তেল বা খাওয়ার তেলঃ তেল পিছল পদার্থ। তাই এটা খেলে আপনার গলা পিছল হবে এতে কাটা গলা থেকে নেমে যাবে।

কলা : কলাও পিচ্ছিল ধরনের এটাও গলাকে পিচ্ছিল করে আপনার গলা থেকে কাটা নামাতে সাহায্য করবে।

সাদা ভাত : সাদা শুকনো ভাতের ছোটো ছোটো বল বানিয়ে তাড়াতাড়ি পানি দিয়ে ঔষধ গেলার মতো গিলে নিন। মনে রাখবেন জল বা পানি ছাড়া শুধু শুকনো ভাত দিয়ে কাটা নামবে না।

  
 পাতি লেবু বা যেকোন লেবু : লেবু কাটাকে নরম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তবে একটু লবণ দিয়ে লেবু খাবেন।এতে খেতে সুবিধা হবে। 🙂


বিঃ দ্রঃ তারপরও কাজ না হলে নিজে নিজে বমি করার চেষ্টা করবেন না। ঘরে বসে না থেকে ডাক্তার দেখান।কই মাছের কাটা সহজে যায় না। 


Keywords : মাছের কাটা,  মাছের কাটা সরাবো কীভাবে, মাছের কাটা নামাবো কীভাবে,মাছের কাটা গেলার উপায়,কই মাছের কাটা কীভাবে সরাবো,পাঙাস মাছের কাটা সরানোর উপায়,তেলাপিয়া মাছের কাটা সরানোর উপায়,ইলিশ মাছের কাটা গেলার উপায়        
Comments Section